হাট-বাজার
সরকারী হাট-বাজার ইজারা পদ্ধতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারীকৃত ১৪ই অক্টোবর ১৯৯৬ তারিখের প্রজেই- ২/হ-২৫/৯৬/২৮৪(৫০৫৫) নং স্মারক এবং এতদসংক্রান্ত অন্যান্য সকল আদেশ বাতিলক্রমে সরকার হাট-বাজার ব্যবস্থাপনা এবং ইজারা পদ্ধতির বিষয়ে নিম্নলিখিত নীতিমালা জারী করলেন৷
নতুন হাট-বাজার সৃজন পদ্ধতি:
হাট বাজারের মূল মালিক সরকার তথা ভূমি
১৯৫০ সালের জমিদারী আইনে ২০ দারা মতে বলে সকল হাট বাজার সরকারের মালিকানায় ন্যস্ত হয়৷ পরবর্তীতে কালেক্টরের অনুমোদনক্রমে হাট বাজার সৃজনের বিধান করা হয়৷ সে অনুযায়ী কোনো এলাকার জনগণের সুবিধার্থে কালেক্টরের অনুমোদন ক্রমে নতুন হাট বাজার সৃজন করা যাবে৷
(১৯৫৯ সনের ৬নং অধ্যাদেশ অনুসারে)
সুয়াগঞ্জ বাজার সবচেয়ে পুরাতন।এই বাজারে প্রতিদিন ৫০০০০ হাজার লোক যাতায়েত করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস