ঈদগাহ (উর্দু: عید گاہ) শব্দটি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যবহৃত হয়। ঈদগাহ বলতে খোলা আকাশের নিচে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য খোলা মাঠকে বোঝায়। বছরের অন্যান্য সময়ে এই মাঠে নামাজ পড়া হয় না। ঈদের দিন সকালে মুসলমানগণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পারতপক্ষে নতুন পোশাক পরে ঈদ্গাহে জমায়েত হয়। যদিও ঈদগাহ দক্ষিণ এশিয়ার শব্দ এবং এর মূল ঊর্দুতে খুঁজে পাওয়া যায় কিন্তু বিশ্বের সকল দেশের মুসলমানগন ঈদের নামাজ খোলা মাঠে আদায় করে।
ঈদগাহে নামাজ আদায়ের ব্যাপারে শরীয়তের কিছু সুস্পষ্ট বিধান আছে।
কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছর এ ময়দানে ঈদ-উল-ফিতর ও ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে শোলাকিয়া ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। এ ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে। বর্তমানে এখানে একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। নামাজ শুরুর আগে শর্টগানের ফাঁকা গুলির শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সঙ্কেত দেওয়া হয়। কিশোরগঞ্জ শহরের পূর্বে নরসুন্দা নদীর তীরে এর অবস্থান।
সিলেট শহরের উত্তর সীমায় শাহী ঈদগাহ বা ঈদগাহ মাঠের অবস্থান। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সমুহের মধ্যে ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়।
জোড়কানন (পশ্চিম) ইউনিয়নের ঈদগাহ সমসূহ:
ক্রমিক নং | ঈদগাহ নাম | স্থান |
০১ | সুয়াগঞ্জ, টি, এ, হাই স্কুল ঈদগাহ মাঠ | সুয়াগঞ্জ বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা। |
০২ | মুরাদ কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা ঈদগাহ মাঠ | কালিকাপুর, সদর দক্ষিণ, কুমিল্লা। |
০৩ | সুলতানপুর ঈদগাহ মাঠ | সুলতানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা। |
০৪ | ভাটপাড়া ঈদগাহ মাঠ | ভাটপাড়া, সদর দক্ষিণ, কুমিল্লা। |
০৫ | বানিপুর ঈদগাহ মাঠ | বানীপুর, সদর দক্ষিণ, কুমিল্লা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস